শুক্রবার থেকেই একটা খবর ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। টুইটারে ছড়িয়ে পড়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ নবির। এই খবর দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু এ খবর যে একেবারেই সত্যি নয়, তা জানাতে কাবুল ক্রিকেট স্টেডিয়ামে নবির অনুশীলনের ছবি টুইট করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টুইট করে নিজের সুস্থতার কথা ভক্রদের জানান মোহাম্মদ নবিও।
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে জিতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৩৪ বছর বয়সি অলরাউন্ডার মোহাম্মদ নবি। প্রতিভাবান এই ক্রিকেটারের আকস্মিক অবসর নিয়ে জোর চর্চা হয় দুনিয়ার ক্রিকেট মহলে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার মৃত্যুর গুজবের জেরে খবরের শীরোনামে উঠে এলেন মোহাম্মদ নবি।
টুইটারে ছড়ানো গুজবের জবাব দিতে টুইট করে নবি লেখেন, “আল্লাহকে ধন্যবাদ, আমি ভাল আছি। আমার মৃত্যু সম্পর্কে কয়েকটি সংবাদমাধ্যমে যা প্রচারিত হয়েছে তা মিথ্যে। ধন্যবাদ।”
আজকের বাজার/লুৎফর রহমান