মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন তিনি অনেক সুস্থ রয়েছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন- জানানোর পর তার প্রথম প্রকাশ্য মন্তব্যে তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।
কোভিড-১৯ চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে হেলিকপ্টারযোগে পৌঁছানোর পরপরই ট্রাম্প তার টুইটার একাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অসাধারণ সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।’
ট্রাম্প বলেন, ‘আমি ওয়ালটার রীড হাসপাতালে যাচ্ছি। আমি মনেকরি আমি অনেক সুস্থ রয়েছি।’
তিনি আরো বলেন, ‘ফার্স্ট লেডি অনেক সুস্থ রয়েছেন।’