আমি শহীদ হতে প্রস্তুত: ওয়াইসি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি আরএসএসকে টার্গেট করে বলেছেন, ওরা আমাকে হত্যা করতে চায়, আমি শহীদ হতে প্রস্তুত। আমি শহরে একা ঘোরাঘুরি করি। এসো সাহস থাকলে আমাকে হত্যা করো। আজ (রোববার) এক বেসরকারি টিভি চ্যানেল ওই তথ্য প্রকাশিত হয়েছে।

সম্প্রতি বিজেপির এমপি ধরমপুরি অরবিন্দ ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির উদ্দেশ্যে হুমকির সুরে বলেন, ‘আমি তোমাকে ক্রেনে উল্টো করে ঝুলিয়ে তোমার দাড়ি কেটে দেবো, এরপর তোমার দাড়ি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর গালে লাগিয়ে দেবো।’ এরপরেই আজ আসাদউদ্দিন ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এলো।

সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি ও জাতীয় জনসংখ্যা নিবন্ধনের তীব্র বিরোধিতা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। এরপর থেকে উগ্রহিন্দুত্ববাদী নেতাদের রোষের মুখে পড়েছেন তিনি।

এদিকে, গত (শুক্রবার) কর্ণাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি নাগরিকত্ব আইন নিয়ে মুসলিমদেরকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আপনারা সতর্ক থাকুন। জনসংখ্যার ৮০ ভাগই আমরা। আপনারা শুধুমাত্র ১৫ শতাংশ সংখ্যালঘু। শুধু চিন্তা করুন, আপনাদের বিরুদ্ধে যদি সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ পথে নামে, তাহলে কী হবে?’

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরকারি সম্পত্তি ভাঙচুর নিয়েও বিক্ষোভকারীদের কড়া জবাব দিয়েছেন সোমশেখর রেড্ডি। উত্তরপ্রদেশের দেখানো পথে এ রাজ্যেও তাঁদেরকেও উচিত শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপি নেতার কথায়, ‘সিএএ বিরোধী বিক্ষোভে নেমে গুলিতে কারও মৃত্যু হলে তা ভালো। তবে কেউ যদি আহত হন, তাহলে হিন্দু চিকিৎসকের কাছে আসুন। উনি আপনাকে সারিয়ে তুলবেন।’

সোমশেখর রেড্ডি বলেন, ‘যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের সতর্ক করে দিতে চাই। সবে পাঁচ মাস হল ক্ষমতায় এসেছি। বেশি নখরা (নাটক) করবেন না। আমরা যদি আসল মূর্তি ধারণ করি, তা হলে আপনাদের কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই!’ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভে কর্ণাটকে পুলিসের গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে।সূত্র: পার্সটুডে

আজকের বাজার/লুৎফর রহমান