নায়িকা পরী মণির সোনারতরী মাল্টিমিডিয়া থেকে মালেক আফসারীকে প্রায় এক বছর আগেই চুক্তিবদ্ধ করা হয় পরিচালক হিসেবে। কিন্তু হুট করে দেখা গেল সোনারতরীর প্রথম ছবি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। বিষয়টি নিয়ে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের মাস্টার মেকার মালেক আফসারী।
মালেক আফসারী বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে এতটা হতবাক আগে কখনো হইনি। পরিচালক বদলে যেতেই পারেন, অথবা আমাকে হয়ত অন্য কোনো ছবির দায়িত্ব দেওয়া হবে। কিন্তু ‘ক্ষত’ ছবির যে প্রথম লুক দেখলাম তাতে জায়েদ খান আর পরীকে দেখলেই বোঝা যায় অনেক দিন ধরেই তারা প্রস্তুতি নিচ্ছে। তারা আমাকে কিছুই জানায়নি। মহরতের একদিন আগে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে।
এই নির্মাতা বলেন, দুই অভিনেতা-অভিনেত্রীর আচরণে আমি শুধু হতাশই নই, ক্ষুব্ধও। তারা দুজনই আমার সঙ্গে এক ধরনের খেলা খেলেছে।
অন্তরজ্বালা ছবি মুক্তির পরপরই ঘোষণা আসে মালেক আফসারী পরিচালিত এবং জায়েদ খান প্রযোজিত নতুন ছবি ‘একটি কয়েদির ডায়েরি’র কাজ অচিরেই শুরু হচ্ছে।
এই ছবিটির ভবিষ্যৎ নিয়ে মালেক আফসারী বলেন, আমার কাছে এ ছবিটির ভবিষ্যৎ এখন অন্ধকার। ইনফ্যাক্ট আমি ছবিটি ছেড়ে দিচ্ছি। আমার পক্ষে একটি কয়েদির ডায়েরি ছবিটি করা আর সম্ভব নয়। এমনও হতে পারে এটা হয়তো জায়েদের স্ট্যান্টবাজি ছিল।
এস/