কোটা সংস্কার আন্দোলন

‘আমি হামলার বিষয়ে অবহিত নই’

শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি।

সোমবার (২ জুলাই) প্রক্টর তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

প্রক্টর বলেন, ‘আজকের (সোমবার) হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমার প্রক্টরিয়াল বডি বা শিক্ষার্থীরা লিখিত বা মৌখিক কোনোভাবেই বিষয়টি আমাকে অবহিত করেননি।’

সোমবার (২ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করার সময় আবারও হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

আরজেড/