ব্যাংকে কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) এক নোটিসে সাবেক এই বাণিজ্যমন্ত্রীকে আগামী ২৮ অগাস্ট সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।
দুদকের ওই চিঠিতে অভিযোগের বরাত দিয়ে বলা হয়, তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায় এ নোটিস পাঠানো হয়। এই অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।
আজকের বাজার/এমএইচ