আমীর খসরু একদিনের রিমান্ডে

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে একদিনে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে হাজির করে তার দুইদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বলেন, কোতোয়ালী থানায় দায়ের হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে আমীর খসরুর ছয় সপ্তাহের জামিন শেষ হয়েছে গত ৭ অক্টোবর।

এরপর ওইদিনই তিনি আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

তিনি বলেন, পরে গত ২১ অক্টোবর রবিবার আদালতে হাজির হয়ে জামিনের জন্য তিনি ফের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাজার/এমএইচ