শুক্রবার বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের সর্বাধিক বিশিষ্ট সামরিক কমান্ডারকে হত্যা করার পরে,
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত শক্তি প্রয়োগে অপব্যবহার রোধ করা এবং সংলাপের মাধ্যমে সমাধানের সন্ধান করা।
মার্কিন সেনাবাহিনীর ঝুঁকিপূর্ণ আচরণ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করে এবং এই অঞ্চলে উত্তেজনা ও অশান্তি আরও খারাপ করবে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি শনিবার তার ইরানের সমকক্ষ মোহাম্মদ জাভাদ জারিফকে এক ফোনে বলেছিলেন।
চীন মধ্য প্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা নেবে, চিনের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে ওয়াংকে এই আহ্বানের কথা উল্লেখ করে বলেছে।
আজকের বাজার/লুৎফর রহমান