আমেরিকায় টিকা নেয়ার পর ঘরের বাইরে আর মাস্ক পরতে হবে না

আমেরিকায় করোনার টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে মাস্ক পরতে হবে না। তবে ভিড় হয় এমন জায়গায় মাস্ক পরতে হবে।
দেশটির স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এ কথা জানিয়েছে।
রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি)’র নতুন নির্দেশনায় বলা হয়েছে, করোনা টিকার পুরো ডোজ যারা নিয়েছেন তারা মাস্ক ছাড়াই ঘরের বাইরে খেতে, হাঁটতে এমনকি অল্প ভিড়ে যেতে পারবেন।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, যদি আপনি পুরোপুরি করোনার টিকা নিয়ে থাকেন তাহলে এমন অনেক কিছুই করা শুরু করতে পারবেন যা এতোদিন মহামারির কারনে বন্ধ ছিল।
এতে আরো বলা হয়, টিকা নেয়ার পরও কনসার্ট, প্যারেড বা বড় ধরনের কোন জমায়েত হলে মাস্ক পরতে হবে।
সিডিসি বলছে, তাদের জন্যই বিধি নিষেধ শিথিল করা হয়েছে যারা করোনা টিকার পুরো ডোজ এবং দ’ুসপ্তাহ আগে টিকার চূড়ান্ত ডোজ নিয়েছেন।