যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গুলি চালানোর সময় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার, জর্জিয়ার ডাল্টনে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ক্লাসরুমে এলোপাথাড়ি গুলি করতে শুরু করলে তাকে আটক করে পুলিশ।
ডাল্টন পুলিশের এক মুখপাত্র জানান, বিদ্যালয়ের একদল শিক্ষার্থী শিক্ষকের অনুমতি ছাড়াই জোর করে শ্রেণিকক্ষে ঢোকার চেষ্টা করে এসময় ওই শিক্ষক তাদের বাধা দেয়ার পাশাপাশি নিজে কাছে থাকা বন্দুক বের করে গুলি করতে থাকে। এসময় গুলির শব্দ শুনতে পেয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল ঘটনাস্থলে এসে দরজা ও জানালা বন্ধ করে ওই শিক্ষককে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত শিক্ষক। তাকে পুলিশি হেফাজতে রাখা হলেও গণমাধ্যমে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি ফ্লোরিডার একটি স্কুলে এক ছাত্রের গুলিতে নিহত হয় অন্তত ১৭ জন শিক্ষার্থী। এরপর থেকেই দেশটিতে ব্যক্তিগত অস্ত্র আইন নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।
আজরে বাজার: আরজেড/ ১ মার্চ ২০১৮