চীন জানিয়েছে, আমেরিকা থেকে সয়াবিন আমদানি না করলেও তাদের চলবে। আমেরিকার সয়াবিনের কোন দরকার নেই তাদের। খবর সিসিটিভির।
তারা নিজেরা তাদের দেশের জন্য সয়াবিনের ব্যবস্থা করতে পারবে বলে জানায় চীন।
চীন জানায়, দরকার হলে মিত্র দেশ থেকে সয়াবিন আমদানি করবে তারা কিন্তু আমেরিকা থেকে নয়।
আমেরিকা ও চীনের বাণিজ্য যুদ্ধ চলছেই। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। আমেরিকা থেকে চীন কয়েক বছর ধরে সয়াবিন আমদানি করে আসছিলো।
গতকাল আমেরিকা থেকে আমদানিকৃত সয়াবিনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীন।
আজকের বাজার/একেএ