আমেরিকা-দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ-মহড়ার ঘোষণা

কোরিয় উপদ্বীপের কাছেই অনুষ্ঠিত হবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ নৌ-মহড়া।

১৮ সেপ্টেম্বর সোমবার দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের শেষ বা আগামী মাসের প্রথম দিকে এ মহড়া চালানো হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ।

খবরে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং জাপান যৌথ ক্ষেপণাস্ত্র মহড়াও চালাবে।

এমন সময় এ মহড়ার ঘোষণা দেয়া হলো, যখন পিয়ং ইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কোরিয় উপদ্বীপে প্রচণ্ড উত্তেজনা চলছে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৮ সেপ্টেম্বর ২০১৭