রাজশাহী নগরীর পবা উপজেলা কাটাখালি এলাকায় বৃহস্পতিবার রাতে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত মনি (১৩) কাটাখালি থানার কাপাসিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, ঝড়-বৃষ্টির সময় মনি আম বাগানে আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।
আজকের বাজার/এমএইচ