নাটোর সদর উপজেলার বরবড়িয়া এলাকার একটি আম বাগান থেকে সোনা মুন্সি (৪০) এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোনা মুন্সি বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের জাভেদ মুন্সির ছেলে।
বৃহস্পতিবার (১৭ মে) সকালে ওই বাগানের একটি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, সোনা মুন্সি বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেননি। পরে সকালে আম বাগানের একটি গাছের সাথে তার গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নাটোর সদর থানা ও বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস