জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর)আয়োজনে রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এছাড়া রাজধানী ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরেও সপ্তাহব্যাপী এই মেলা হচ্ছে।
বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবে।
৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হবে। এরপর আয়কর রিটার্ন জমা দেয়া যাবে না। তবে উপ কর-কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।
আজকের বাজার/আখনূর রহমান