ডাবলিনে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০২৪ বাছাইপর্বে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে ফ্রান্স। আরেক ম্যাচে পুঁচকে জিব্রালটারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ড।
আভিভা স্টেডিয়ামে রাইট-ব্যাক বেঞ্জামিন পাভার্ডের ৫০ মিনিটের গোলে ফ্রান্স জয়ী হয়। শেষ দুই মিনিটে মাইক মেইগন্যান দুটি অসাধারণ বল রুখে দিয়ে ফ্রান্সকে রক্ষা করেছেন। সাবেক অধিনায়ক হুগো লোরিসের স্থলাভিষিক্ত এসি মিলানের মেইগন্যান সতীর্থ জুলেস কুন্ডের হেড কর্ণারের সাহায্যে কোনমতে রক্ষা করেন। কর্ণার থেকে নাথান কলিন্সের শক্তিশালী হেড প্রায় একই দক্ষতায় সেভ করে মেইগন্যান নিজের দক্ষতার জানান দিয়েছেন।
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের পাভার্ড টেলিভিশন চ্যানেল টিএফ১ কে বলেছেন, ‘মাইক যেভাবে আজ আমাদের রক্ষা করেছে তাতে আমরা ম্যাচে টিকে থাকার আত্মবিশ্বাস পেয়েছি। একইসাথে কোন গোল হজম করতে হয়নি। সে কারনেই আমার কাছে সে-ই আজকের ম্যাচ সেরা খেলোয়াড়। আমি গোলের যে সুযোগ পেয়েছি তাতে সফল হয়েছি। যদিও একজন ডিফেন্ডারের মূল দায়িত্ব নিজেদের রক্ষনভাগ সামলে রাখা।’
এদিকে রটারডামে গ্রুপ-বি’র আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি সেন্টার-ব্যাক নভথান এ্যাকের জোড়া গোলে নেদারল্যান্ড ১০ জনের জিব্রালটারকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে ২০০তম স্থানে থাকা জিব্রালটারের বিরুদ্ধে এই জয়ে নেদারল্যান্ড বাছাইপর্বে প্রথম পয়েন্ট অর্জণ করলো।
এ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড মেমফিস ডিপে ২৩ মিনিটে ডেনজেল ডামফ্রাইসের ক্রসে দারুন এক হেডের গোলে ডাচদের এগিয়ে দেন। ৫১ মিনিটে অভিজ্ঞ লিয়াম ওয়াকার সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিনত হয় জিব্রালটার। এর ঠিক এক মিনিট আগে ব্যবধান দ্বিগুন করেন এ্যাকে। এরপর ৮২ মিনিটে ডিলে ব্লিন্ডের পাসে নিজের দ্বিতীয় গোল পূরণ করেছেন সিটির এই ডিফেন্ডার। শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ৪-০ গোলের পরাজয় দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল দলটি । ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক অবশ্য হতাশা নিয়ে বলেছেন দলের আরো গোল পাওয়া উচিৎ ছিল। তার মতে এই ধরনের ম্যাচে ১০-০ গোলেও যদি জয় আসতো সেটাও অবাক হবার মত কোন ঘটনা হতো না।
গ্রুপ-এফ’এ সোলনাতে আজারবাইজানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় নিশ্চিত করেছে সুইডেন। প্রথম ম্যাচে সুইডিশরা বেলজিয়ামের কাছে ৩-০ গোলে পরাজয়ের স্বাদ পেয়েছিল। এমিলে ফোর্সবার্গ, ভিক্টর গায়োকেরেস, জাসপার কার্লসন ও এন্থনি এলানগা স্বাগতিকদের পক্ষে গোল করেছেন। বাহলুল মুস্তাফাজাদের আত্মঘাতি গোলের মাধ্যমে সুইডেনের বড় জয় নিশ্চি হয়েছে।
এই গ্রুপের আরেক ম্যাচে ২৫ মিনিটে রাওনো সাপিনেনের গোলে এস্তোনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল অস্ট্রিয়া। শেষ পর্যন্ত অবশ্য ঘরের মাঠে কোন অঘটন ঘটতে দেয়নি অস্ট্রিয়া। কোলন উইঙ্গার ফ্লোরিন কেইঞ্জের গোলে ৬৮ মিনিটে সমতায় ফিরে স্বাগতিকরা।
এরপর ম্যাচ শেষের দুই মিনিট আগে অস্ট্রিয়াকে তিন পয়েন্ট উপহার দেন মাইকেল গ্রেগোরিশ। এর আগে ১৭ মিনিটে পেনাল্টি মিস করেছিলেন অস্ট্রিয়ান এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। ম্যাচ শেষে গ্রেগোরিশ পেনাল্টি মিসের কারনে দলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
ডোমিনিক সোজোবনলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে হাঙ্গেরি ৩-০ গোলে বুলগেরিয়াকে হারিয়ে গ্রুপ-জি’র প্রথম জয় নিশ্চিত করেছে। এই জয়ে সার্বিয়ার পর টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাঙ্গেরি। গ্রুপের আরেক ম্যাচে ডুসান ভøাহোভিচের জোড়া গোলে মন্টেনেগ্রোকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে সার্বিয়া।
ই-গ্রুপে ছোট দল মলডোভার সাথে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে চেক প্রজাতন্ত্র। কারোল সুইডারস্কির একমাত্র গোলে পোল্যান্ড আলবেনিয়াকে পরাজিত করে প্রথম পয়েন্ট অর্জন করেছে। পোলিশদের হয়ে কারোলের এটি ২১তম আন্তর্জাতিক গোল। চেকদের কাছে প্রথম ম্যাচে পরাজিত হবার পর বাছাইপর্বে পোল্যান্ডের এটি প্রথম জয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান