কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সেটা নিশ্চিত করেননি তিনি।
ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের একাধিক সূত্র বলছে, রোহিঙ্গাদের মহাসমাবেশের অনুমতি দেয়ার কারণে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সাত জনকে প্রত্যাহার করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ