পুঁজিবাজারের তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আজ বুধবার এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। এদিকে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।
বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। একই দিনে গত ৪ বছরের এজিএম অনুষ্ঠিত হবে।
সুত্র: অর্থসূচক