বন্যার কারণে সৃষ্ট খাদ্য ঘাটতি মেটাতে আরো আড়াই লাখ টন চাল আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এর মধ্যে থাইল্যান্ড থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আমদানি করা হবে দেড় লাখ টন। আর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে ১ লাখ টন।
থাইল্যান্ড থেকে কেনা চালের দাম টন প্রতি ৪৬৫ ডলার নির্ধারণ করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হতে পারে।
চলতি বছর বন্যার কারণে প্রায় ২০ লাখ মেট্রিক টন চাল উদৎপাদন কম হওয়ায় খাদ্য ঘাটতি দেখা দেয়। পরে খাদ্য ঘাটতি মেটাতে সরকারিভাবে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করার সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়।
এরই ধারাবাহিতকা ভারত, মিয়ানমান, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চাল আমদানি করা হচ্ছে।
আজকের বাজার: আরআর ২৪ অক্টোবর ২০১৭