যুবাদের বিশ্ব জয়ের পরের দিন আরও একবার লজ্জা দিল বড়রা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৪ রান ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগের দিনে শেষ বেলায় ২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা নিয়ে সোমবার ব্যাটিং শুরু করেছিলেন মুমিনুল হক ও লিটন দাস। টেস্টের চতুর্থ দিন সকালে দেড় ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের আউট হওয়ার মাধ্যমে যার শুরু। দিনের প্রথম ওভারেই মুমিনুলকে এলবিডব্লিউয়ের ফাঁদের ফেলেন শাহিন শাহ আফ্রিদি। তার বল ফ্লিক করতে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরত যান বাঁহাতি এ ব্যাটসম্যান।
মুমিনুলের পরে বেশিক্ষণ টিকলেন না রুবেল হোসেন। মোহাম্মদ আব্বাসের ভেতরে ঢোকা বলে ফিরে গেলেন এলবিডব্লিউ হয়ে। বাংলাদেশের শেষ দুটি উইকেট নেন ইয়াসির শাহ। লিটন দাসকে এলবিডব্লিউ করে বিদায় দিয়ে দ্রুত ফিরিয়ে দেন আবু জায়েদকেও। বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১৬৮/১০(তামিম ৩৪, সাইফ ১৬, শান্ত ৩৮, মুমিনুল ৪১, তাইজুল ০, মাহমুদউল্লাহ ০, মিঠুন ০, লিটন ২৯, রুবেল ৫, আবু জায়েদ ৩, এবাদত ০*; আফ্রিদি ১৬-৬-৩৯-১, আব্বাস ১৭.৪-৬-৩৩-১, নাসিম ৮.২-২-২৬-৪, ইয়াসির ১৭.২-৩-৫৮-৪, আসাদ ৩-০-১২-০) সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান