আরও ১০ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করবে সরকার

সবার জন্য আবাসনসুবিধা নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আরও ১০ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

১৫ অক্টোবর রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক আয়োজিত নগরের দরিদ্রদের জন্য গৃহায়ণে অর্থায়নবিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে যত্রতত্র বাড়ি নির্মাণ করার কারণে প্রতিদিন প্রায় ২৩৫ হেক্টর কৃষিজমি নষ্ট হচ্ছে। সবার জন্য আবাসনসুবিধা নিশ্চিত করতে সরকারের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রায় সাত হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করেছে।

তিনি জানান, সরকার ভবিষ্যতে এ সংকট সমাধানে আরও ১০ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করবে। মন্ত্রী এ সময় ব্র্যাকের মতো বেসরকারি সংস্থাগুলো আবাসন সমস্যার সমাধানে ভবন তৈরিতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান। গৃহায়ণমন্ত্রী বলেন, দেশের মোট গৃহের ৮১ ভাগ গ্রামে অবস্থিত। তার মধ্যে ৮০ ভাগের নিম্নমানের কাঠামো দিয়ে তৈরি। ফসলি জমি বাঁচাতে হলে গ্রামে যত্রতত্র বাড়ি তৈরি বন্ধ করতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে সরকারের নগর অঞ্চল পরিকল্পনা আইনের আলোকে যেখানে-সেখানে বাড়ি করার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গ্রামেও বাড়ি করতে হলেও পৌরসভার চেয়ারম্যান, মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। মন্ত্রী বাড়ি তৈরিতে ইটভাটায় মাটির তৈরি পোড়ানো ইট ব্যবহারের বদলে বালির তৈরি সিমেন্টের ইট (স্যান্ড সিমেন্ট ব্লক)তৈরি করার পরামর্শ দেন।

ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু, বরিশালের মেয়র আহসান হাবিব কামাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আক্তার মাহমুদ প্রমুখ।

আজকের বাজার:এলকে/এলকে ১৫ অক্টোবর ২০১৭