রাঙামাটিতে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৬ জনে। জেলার করোনার ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে মঙ্গলবার রাতে ২৩টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৬ জনে রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। আজ সকালে আরও ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২৩ জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৫০ জন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান