দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতেই ১৮৮ জন রোগী। চলতি বছরের প্রথমদিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান