পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চীন থেকে আরও ২টি জাহাজ কিনছে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার সচিবালয়ে চাইনিজ ইনস্টিটিউট অব মেরিন অ্যান্ড অফসোর ইঞ্জিনিয়ারিং এইচবি কোম্পানি লিমিটেডের সঙ্গে বিএসসির একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্বারক সই শেষে নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বিএসসি’র মাত্র ৩টি জাহাজ রয়েছে। এই প্রতিষ্ঠানকে গতিশীল ও লাভজনক করতে ৩৬টি জাহাজ যুক্ত করা হবে এবং ২০১৮ সালের মধ্যে চীনে তৈরি করা ৬টি জাহাজ বিএসসির বহরে যুক্ত করা হবে। এজন্য পায়রা সমুদ্র বন্দরকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। চুক্তিতে বিএসসির পক্ষে সই করেন এম হাবিবুর রহমান ভুঁইয়া ও চীনা কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার ইয়ান জুন।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এ জাহাজ কেনা হবে। জাহাজ দুটির প্রতিটির ধারণ ক্ষমতা হবে ৪০ হাজার কিউবিক মিটার। চুক্তি সইয়ের পরবর্তী ১৮ মাসের মধ্যে জাহাজ দুটি বিএসসির কাছে পৌঁছাবে।
সুত্র: অর্থসূচক