পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা আরো ৩০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচলনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ভূগর্ভস্থ গ্যাস লাইনের পুনর্নির্মাণের জন্য প্রথম দফায় গত ২ নভেম্বর থেকে পরবর্তী ৪৫ দিন অর্থাৎ ১৬ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির কারখানা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কোম্পানিটি। এই মেয়াদ দ্বিতীয় দফায় আরো ৩০ দিন বাড়িয়ে ১৭ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। গ্যাসের কাজের পুনর্নির্মাণের কারণে এই সময় পর্যন্ত কোম্পানির কারখানায় সমস্ত উৎপাদন কার্যক্রমও বন্ধ থাকবে।
কারখানায় গ্যাসের কাজ ও পুনঃসংশোধনের কাজ শেষ হলে কোম্পানিটি পরবর্তীতে তা জানিয়ে দেবে।