পেট্রোবাংলা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতায় ১৬০ প্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়া হবে। আর ১৩৯টি প্রতিষ্ঠানে দেওয়া হবে বাড়তি গ্যাস।
নতুন সংযোগ পেতে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-নাভানা হেলথ কেয়ার লিমিটেড (রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), আফতাব ফুডস লিমিটেড (ভান্নারা, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর), এপেক্স নিট কম্পোজিট লিমিটেড (গিলারচালা, শ্রীপুর, গাজীপুর), এসবিএস ক্যাবলস (ফতুল্লা, নারায়ণগঞ্জ), নোমান নিট কম্পোজিট, চৈতি নিট কোম্পাজিট (ছোটো শিলমান্দি, ফতুল্লা, নারায়ণগঞ্জ), আমান কটন ফাইবার্স (বৈরাগিরচালা, শ্রীপুর, গাজীপুর), পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ (ভিটিকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ), ফারিহা স্পিনিং (খাদুন, রূপসী, রূপগঞ্জ), পান্না ব্যাটারী (পশ্চিম রসুলপুর, কামরাঙিরচর, ঢাকা), অরিয়ন ফার্মা (সুমিল পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) প্রমুখ।
বাড়তি লোড পাচ্ছে-অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড (খাসপাড়া, কাঁচপুর, নারায়ণগঞ্জ), বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ), আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড (আরিচারোড, মানিকগঞ্জ), ইয়ুথ স্পিনিং মিলস লিমিটেড (গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল), ইভেন্স টেক্সটাইল (বাঘেরবাজার, গাজীপুর), স্টাইল ক্রাফট লিমিটেড (চন্দনা, গাজীপুর), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস (রাজেন্দ্রপুর, গাজীপুর), প্যারাগহ পোল্ট্রি, নিক্কি থাই এ্যালুমিনিয়াম (কেওয়া, শ্রীপুর, গাজীপুর), মীর সিরামিকস (মাওনা, শ্রীপুর, গাজীপুর), আনোয়ার ইস্পাত লিমিটেড (কুনিয়া, বোর্ডবাজার গাজীপুর), এনভয় টেক্সটাইলস (জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ), স্কয়ার ডেনিমস (জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ), শাশা ডেনিমস (ঢাকা ইপিজেড), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (চন্দ্রা, সাভার, ঢাকা), বিকন ফার্মাসিউটিক্যালস (কাঠালী, ভালুকা, ময়মনসিংহ), ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস (ধামরাই, সাভার, ঢাকা), বাংলাদেশ অক্সিজেন লিমিটেড (তেজগাঁও, ঢাকা), জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স (পাগাড়, টঙ্গী, গাজীপুর), আমানত শাহ ওয়েভিং লিমিটেড (সাটিরপাড়া, নরসিংদী), বাংলাদেশ এডিবল অয়েল (রুপগঞ্জ, নারায়নগঞ্জ) প্রমুখ।
কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় গ্যাসের বাড়তি লোড পাচ্ছে- কেডিএস টেক্সটাইল মিলস লিমিটেড (নাসিরাবাদ, চট্টগ্রাম), রিজেন্ট টেক্সটাইলস মিলস লিমিটেড (বোয়ালখালি, চট্টগ্রাম), আবুল খায়ের স্টিল প্রোডাক্টস (মাদামবিবির হাট, সীতাকুন্ড, চট্টগ্রাম) সহ নয় প্রতিষ্ঠান।
এখানে নতুন সংযোগপ্রাপ্তদের মধ্যে আছে- বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল (নাসিরাবাদ, চট্টগ্রাম)।
পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানির আওতায় গ্যাসের লোড বাড়ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস (শালগাড়িয়া, পাবনা), স্কয়ার টয়লেট্রিজ (শালগাড়িয়া, পাবনা), স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (মেরিল রোড, পাবনা), স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস), এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেড (ভদ্রঘাট, সিরাজগঞ্জ)সহ সাত কোম্পানির।
তালিকা দেখতে ক্লিক করুন
আজকের বাজার: এলকে/এলকে/ ৯ মে,২০১৭