রোববার দেশের বিভিন্ন কারাগার থেকে ৩৮৫ জন সাধারণ বন্দিকে মুক্তি দেয়া হয়। এর ধারাবাহিকতায় আজ সোমবার (৪ মে) সাধারণ ক্ষমায় কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৫ বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।
মুক্তির তালিকায় রয়েছেন– মেয়াদ প্রায় শেষ, বয়সে বৃদ্ধ, দীর্ঘদিন কারাগারে আছেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা হয়েছে– এমন সব বন্দি।
সোমবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. লাভলু।
ডেপুটি জেলার লাভলু বলেন, দণ্ডিত ৪৫ জনের মুক্তির আদেশ রোববার রাতেই কারাগারে পৌঁছেছে। যাদের মুক্তি দেয়া হচ্ছে, তাদের মধ্যে অনেকের সাজার সঙ্গে অর্থদণ্ড আছে। যাদের অর্থদণ্ড আছে, তাদের সোমবারই সরকারি ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে মুক্তি নিতে হবে।
উল্লেখ্য, গত ২ মেতেও ১৭০ বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেয়া হয়।