পর্নোগ্রাফি রোধে আরও ৫৫টি পর্নো ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সূত্র জানায়, বিটিআরসি’র নির্দেশ পাওয়ার পর নির্দেশিত সাইটের লিঙ্কগুলো বন্ধ করে দিয়েছেন তারা।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিটিআরসি নির্দেশ পাওয়ার পর আমরা ৫৫টি পর্নো সাইট বন্ধ করে দিয়েছি।
এরআগে গেল ৬ ফেব্রুয়ারি ২৪৪টি পর্ন সাইটের ডোমেইন ও লিংক বন্ধের নির্দেশ দিয়ে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
আজকের বাজার/এমএইচ