বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতকে সুগন্ধি বাংলামতি চাল, মৌসুমি ফল ও টাটকা শাকসবজি উপহার দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার একটি কার্গো বিমানের একটি ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরব আমিরাতকে পাঠানো উপহারের মধ্যে রয়েছে- বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, আলু, লাউ, শসা ইত্যাদি।
বাংলামতি চাল সরবরাহ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট আর অন্যান্য ফলমূল ও সবজি বন্দোবস্ত করেছে কৃষি মন্ত্রণালয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গ এক বৈঠকে বাংলাদেশের উল্লেখযোগ্য উদ্বৃত্ত খাদ্য উৎপাদন নিয়ে কৃষি খাতের অগ্রগতির কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ওই মাসেই আবুধাবিতে পৃথক আরেকটি বৈঠকে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হামাদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ থেকে চাল আমদানির ইচ্ছা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক, আবুধাবির ক্রাউন প্রিন্স, পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং সংযুক্ত আরবের খাদ্য সুরক্ষা প্রতিমন্ত্রীকে দেয়া হয়েছে।
বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন হিসেবে এসব উপহার দেয়া হয়েছে।