আরব ও পশ্চিমা সরকারগুলো নিষ্ক্রিয় বলেই রোহিঙ্গারা মরছে

মিশরের একদল সমাজকর্মী ও নাগরিক মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের শোচনীয় সংকট বিষয়ে আরব এবং মুসলিম বিশ্বের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন।

সম্প্রতি তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার অবসান ঘটানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে মুসলিম ও আরব দেশগুলো এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির প্রতি দাবি জানিয়েছেন।

মিশরের এই সমাজকর্মী ও নাগরিকরা মায়ানমারের মুসলমানদের বিষয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক নানা সংস্থা ও পশ্চিমা সরকারগুলোর নীতি-অবস্থানেরও নিন্দা জানিয়েছেন।

তারা বলেছেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বর্তমান ও অতীতের পদক্ষেপগুলো আরব এবং মুসলিম জাহানের ও মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা, দুর্বলতারই ফল।

গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত পশ্চিম মায়ানমারে রাখাইন প্রদেশে দেশটির সেনা ও তাদের সমর্থিত উগ্র বৌদ্ধসহ সন্ত্রাসীদের হামলায় ৬ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম হতাহত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে ২০১২ সালেও। মায়ানমারের দশ লাখ রোহিঙ্গা মুসলমান নাগরিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে।

সূত্র:পার্স টুডে

আজকের বাজার:এলকে/এলকে/ ১ অক্টোবর ২০১৭