তেলের দাম বাড়া সত্ত্বেও আরব দেশগুলোতে ঋণ সংকট বাড়বে বলে সর্ত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।
তেল উত্তোলনকারী দেশগুলো সম্প্রতি উৎপাদন কমাতে সম্মত হয়েছে। এ অবস্থায় এসব দেশকে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আর এর সুবাদেই আরব অঞ্চলে তেলের দাম বাড়তে শুরু করেছে।
কিন্তু তা সত্ত্বেও দেশগুলো সরকারি ব্যয়ে কোনো পরিবর্তন আনতে পারেনি বলে জানিয়েছে আইএমএফ। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে। ২০১৬ সালের শুরুতে যা ছিল ৩০ ডলার।
চলতি মাসের জন্য প্রকাশিত রিজিওনাল ইকোনমিক আউটলুক শীর্ষক প্রতিবেদনটিতে আইএমএফ জানিয়েছে, সংস্কার কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য যেসব পরামর্শ রয়েছে, তার মধ্যে জ্বালানি ভর্তুকি পুরোপুরি বিলুপ্ত করা এবং অবসর ভাতা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন উল্লেখযোগ্য।
আরজেড/