আরশির ঘরে ব্যবহার করা…

বরাবরই খবরের শিরোনামে থাকতে চান বিগ বস প্রতিযোগী আরশি খান। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিতভাবে তার নাম খবরের পাতায় উঠে আসে। এবারো তার ব্যতিক্রম নয়। বিগ বস ১১-এর প্রতিযোগী আরশি খান এবার নিজের জীবনের গোপন বিষয়কে ক্যামেরার সামনে প্রকাশ করে খবরের শিরোনাম হলেন।

আরশি খানের ঘরে নাকি তার বাবা একবার কনডম খুঁজে পেয়েছিলেন। তাও আবার ব্যবহার করা। এরপরই আরশিকে তার মা ফোন করে পুরো বিষয়টি জানালে, ভয় পেয়ে যান আরশি। সঙ্গে সঙ্গে বান্ধবীর বাড়িতে যান আরশি এবং তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন।

আরশির বান্ধবী জানান, ওই কনডমের প্যাকেট তার। তাই ওই ঘরে যা পাওয়া গেছে, তার দায় আরশির নেই। তিনিই আরশিকে দিয়েছিলেন ওই কনডমের প্যাকেট রাখার জন্য।

আরশির ওই স্বীকারোক্ত শুনে একটি অনলাইন পোর্টালের তরফে তার ভোজপুরি অভিনেত্রী বান্ধবী মহিমা সিং পুরিকে ফোন করা হয়। মহিমা জানান, ওইদিন আরশির বাড়িতে গিয়ে মিথ্যা বলতে হয়েছিল তাকে। আরশির বাবার সামনে এর জন্য তাকে ক্ষমাও চাইতে হয়েছিল বলে জানান মহিমা। ওই ঘটনা সামনে আসার পর ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন আরশি খান।

আজকের বাজার: আরআর/ ২১ ডিসেম্বর ২০১৭