আরামকোর পুঁজিবাজারে আগমন:অংশীদারিত্ব বিক্রি করবে না, আইপিও ২০১৮ তে

সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকো দেশটির পুঁজিবাজারের আসতে যাচ্ছে। শেয়ার এতোদিন গুজব শোনা যাচ্ছিল কোম্পানিটি আগামী ২০১৮ সালে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসতে পারে।

তবে এবার আর গুজব নয়, ২০১৮ সালের দ্বিতীয়ার্ধেই আইপিওতে আসছে কোম্পানিটি। ২৪ অক্টোবর মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক খবরে, গতকাল সোমবার কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমির নাসের কোম্পানিটি বাজারে না আসার যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন।

এছাড়া চীন বা অন্যদেশের কারও কাছে অংশীদারিত্ব বিক্রির কোনো চিন্তাও তাদের নেই বলে জানিয়েছেন আমির নাসের। তিনি গতকাল সিএনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা সব সময় বলে আসছি আগামী ২০১৮ সালেই আইপিও আসবে আমাদের। কিন্তু তারপর নানা গুজ ছড়ায় মানুষ।

তিনি বলেন, এবার আমি সবাইকে নির্দিষ্ট করে বলতে চাই- ২০১৮ সালে দ্বিতীয়ার্ধেই প্রাথমিক গণপ্রস্তাবে আসছে আমাদের কোম্পানি। নাসের বলেন, পুঁজিবাজারে আসার পাইপলাইনেই আছে আরামকো। আইপিওর সব কাজ করা হচ্ছে। আইপিও’র স্থান ও শেয়ার বন্টন নিয়ে এখন কাজ করছে। তিনি বলেন, কোম্পানিটির ৫ শতাংশ শেয়ার ছাড়ার পরিকল্পনা আছে সরকারের। যেটি বিশ্বের সবচেয়ে বড় কোনো আইপিও হতে যাচ্ছে। এর মাধ্যমে সরকার বাজার থেকে ২ লাখ কোটি ডলার অর্থ সংগ্রহ করবে।

জানা গেছে, পুঁজিবাজারে আসতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সৌদি আবরের সর্ববৃহৎ তেল কোম্পানিটি। কোম্পানিটি এ জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ অ্যান্ড কো. এবং এইচএসবিসিকে বেছে নিয়েছে।

উল্লেখ, কয়েকদিন আগে রয়টার্সের খবরে বলা হয়, কোন কোন এক্সচেঞ্জে কোম্পানিটি তালিকাভুক্ত হবে; আরামকোর সম্পদ কিভাবে মূল্যায়ন হবে; এখানে আইনত কোনো শর্ত থাকবে কি-না সেসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বছরের শুরু থেকেই কাজ করছেন।

সৌদির ডেপুটি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বরাতে এর আগে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে তেলের টানা দরপতন সৌদির উন্নয়নকে ‘পঙ্গু’ করে দিয়েছে। এখন দেশটি তেলে নির্ভরতা কমাতে চাইছে। এ পরিকল্পনার আওতায় ভিশন-২০৩০ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

দ্য ইকোনমিস্টের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট রিজার্ভের ১৫ শতাংশেরও বেশি বা প্রায় ২৬৫ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আছে এই কোম্পানিতে।

আজকের বাজার:এলকে/এলকে ২৪ অক্টোবর ২০১৭