একাদশ সংসদ নির্বাচন ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে আরেকটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে বোঝাতে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
রোববার বিকালে রাজধানীর হোটেল আমারিতে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন সাংবাদিকদের এ কথা জানান। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. কামাল হোসেন বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। ভোটের দিন কি হয়েছে সে বিষয়ে আমরা তাদের বলেছি। কি ঘঠেছে তা তারা দেখেছেন। এ বিষয়ে কোনো বিতর্ক নেই। নির্বাচনের অনিয়মের তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি।’
৩০টিরও বেশি দেশের কূটনীতিক বৈঠকে উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ