আরেকটি রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি

রেকর্ড আর লিওনেল মেসি যে হরিহর আত্মা সেকথা বলার অপেক্ষা রাখে না। আর সেটা যদি হয় বার্সেলোনার জার্সিতে তাহলে তো কথাই নেই।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে এক অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফুটবলার হিসেবে টানা ১৫টি মশুমে জালে বল জড়ানোর নজির গড়লেন বার্সার নয়নের মনি।

আর মেসির মাইলস্টোন গড়ার দিনে স্লাভিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-‘এফ’এ শীর্ষে উঠে এল আর্নেস্তো ভালভের্দের ছেলেরা।

আজকের বাজার/লুৎফর রহমান