এসি মিলানের ফরাসি গোলরক্ষক মাইক মেইগন্যানকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার দায়ে আরো চার সমর্থককে আজীবন নিষিদ্ধ করেছে উদিনেস। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার একই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আজীবন নিষিদ্ধ করেছিল উদিনেস।
শনিবার এসি মিলানের বিপক্ষে ৩-২ গোলে লিগে পরাজয়ের ম্যাচটিতে গ্যালারি থেকে মেইগন্যানকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়। মেইগন্যান বিষয়টি চতুর্থ অফিসিয়ালকে অবহিত করলে প্রথমার্ধে পাঁচ মিনিট ম্যাচ বন্ধ ছিল।
সোমবার প্রথম এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে শাস্তি দেবার পর ক্লাবের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল ঘটনাটি নিয়ে আরো তদন্ত করা হচ্ছে এবং অচিরেই ভিডিও ফুটেজ দেখে অন্যান্যদেরও শাস্তির আওতায় আনা হবে।
ঐ ঘটনা পর ইতালিয়ান ফুটবল ফেডারেশন উসিনেসকে দর্শকবিহীন মাঠে খেলার নির্দেশ দেয়। (বাসস/এএফপি)