আরো ১৫ দিন বন্ধ আল-হাজ্জ টেক্সটাইলসের উৎপাদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান আল-হাজ্জ টেক্সটাইল মিলসের উৎপাদন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেঢা হয়েছে। এর আগে আরো দু,বার উৎপাদন বন্ধের সময় বাড়ানো হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটিতে উৎপাদিত সুতা বিক্রির কোনো উন্নতি না হওয়ায় গেল ৬০ দিন ধরে কারখানা বন্ধ রয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে এর উৎপাদন শুরুর কথা থাকলেও উৎপাদিত মজুদ সুতা বিক্রি না বাড়ায় আরো ১৫ দিন বন্ধ থাকবে প্রতিষ্ঠানটির উৎপাদন। অর্থ্যাৎ ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।

উল্লেখ্য, মূলধনের তীব্র সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা না থাকা এবং বর্তমানে গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব। তাই গত ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩০ দিনের জন্য কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আলহাজ্ব টেক্সটাইল। কিন্তু এ সময়ের মধ্যেও কোম্পানির সুতা বিক্রির কোনো উন্নতি হয়নি। তাই প্রথম ধাপে ১৫ দিন অর্থাৎ ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত , দ্বিতীয় ধাপে আরো ১৫ দিন অর্থাৎ ৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আর তৃতীয় ধাপে আরো ১৫ দিন বন্ধ রাখার সময় বাড়াল প্রতিষ্ঠানটি।

 

আজকের বাজার/মিথিলা