আরো ৩০ টন ত্রাণ নিয়ে ইরানের বিমান বাংলাদেশে

মায়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ইরানের মানবিক ত্রাণবাহী দ্বিতীয় কার্গো বিমান বাংলাদেশে পৌঁছেছে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় ৩০ টন ত্রাণ নিয়ে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান আমির মোহসেন জিয়ায়ী জানিয়েছিলেন, রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩০০ তাঁবু, ৫ হাজার ৫০০ কম্বল, ১০ হাজার টিনজাত খাবার এবং এক টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর রোহিঙ্গা মুসলমানদের জন্য ইরানের প্রথম ত্রাণবাহী কার্গো বিমান বাংলাদেশে পৌঁছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

প্রথম দফায় পাঠানো ৪১ টন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তাঁবু, কম্বল, চা, চিনি, তেল, কাপড়চোপড়, ওষুধসহ ৯ ধরনের পণ্য সামগ্রী।

ইরানের রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোর্তেজা সালিমি ‌এর আগে জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য মোট ১৫০ টন ত্রাণ পাঠানো হবে।

আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭