নেপালের কাঠমান্ডুতে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে সকালের শুরুতেই আর্চারিতে এসেছে দুটি সোনার পদক। এবার রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা তুলে নিলেন বাংলাদেশের রোমান সানা ও ইতি খাতুন জুটি।
রবিবার (৮ ডিসেম্বর) পুরুষ ও নারীর দুইটি রিকার্ভে স্বর্ণ জয়ের পর রিকার্ভ মিশ্র ইভেন্টে আরও একটি সফলতার দেখা পেল বাংলাদেশ। এসএ গেমসের এবারের আসরে এটি নিয়ে তিনটি স্বর্ণ লাভ করল আর্চারি দল।
আর্চারি থেকে সবমিলিয়ে অন্তত দশটি স্বর্ণ জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ। যার প্রথমটি পেল বাংলাদেশ রিকার্ভের পুরুষদের দলগত ইভেন্ট থেকে আর দ্বিতীয়টি আসে নারীদের দলগত ইভেন্ট থেকে।
চলতি গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে নয়টি স্বর্ণপদক। তায়কোয়ান্দোতে দীপু চাকমার স্বর্ণ জয় দিয়ে গেমসে বাংলাদেশের স্বর্ণালী সাফল্যের হাসি শুরু। কারাতে থেকে স্বর্ণ জেতেন আল আমিন। মেয়েদের কারাতেতে আরও দুটি স্বর্ণ জেতেন মারজানা আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। গেমসে বাংলাদেশকে পঞ্চম ও ষষ্ঠ স্বর্ণ এনে দেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম। ৭ ডিসেম্বর ফেন্সিংয়ে বাংলাদেশ স্বর্ণালী হাসি হাসে ফাতেমা মুজিবের সাফল্যে।
আজকের বাজার/আরিফ