ডান-হাতি পেসার জোফরা আর্চারের আগুন ঝড়ানো বোলিং-এ ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেল স্বাগতিক ইংল্যান্ড। ৬২ রানে আর্চারের ৬ উইকেট শিকারে ২২৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ফলে ৬৯ রানের লিড পায় ইংলিশরা। চার ম্যাচ ক্যারিয়ারে (চলতি সিরিজে অভিষেক হয়) এই নিয়ে দ্বিতীয়বার পাঁচ বা ততোধিক নিলেন তিনি।
অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে বিনা উইকেটে ৯ রান করেছে ইংল্যান্ড। ফলে দ্বিতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ৭৮ রানে এগিয়ে ইংলিশরা। প্রথম ইনিংসে ২৯৪ রান করেছিলো ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার মিচেল মার্শের বোলিং তোপে দ্বিতীয় দিন প্রথম সেশনে অলআউট হয় ইংল্যান্ড। মার্শ ৪৬ রানে ৫ উইকেট নেন। ৩২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট নিলেন মার্শ।
প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৭১ রান করেছিলো ইংল্যান্ড। জশ বাটলার ৬৪ ও জ্যাক লিচ ১০ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন বাটলার ব্যক্তিগত ৭০ রানে আউট হন। লিচ থামেন ২১ রানে। ইংল্যান্ডের পক্ষে বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক জো রুট।
ইংল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে ১৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তারা। লাবুশেন ৪৮ রানে থামলেও, চলমান সিরিজে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন স্মিথ। সিরিজে চতুর্থ সেঞ্চুরির পথেই হাটছিলেন তিনি। কিন্তু ৮০ রানে থেমে যান স্মিথ।
তবে স্মিথের পর অস্ট্রেলিয়ার আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে না পারলে ২২৫ রানে অলআউট হয় পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া।
আজকের বাজার/লুৎফর রহমান