আগামী বছর একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের নয়াদিল্লিস্থ কার্যালয়ের আর্জেন্টাইন রাষ্ট্রদূত ডানিয়েল চুবুরু গতকাল ১১এপ্রিল ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে এই প্রস্তাব দেয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।