আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে শিশু নিহত

হবিগঞ্জের রিচি গ্রামে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে এক শিশু মারা গেছে। এসময়  আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (৮ জুন) সকাল ১১ টার দিকে সদর উপজেলার রিচি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশু রিয়াদ তার নিজ ঘরের চালের উপর আর্জেন্টিনার পতাকা লাগাতে যায়। হঠাৎ সে বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এসময় তাকে বাঁচাতে গিয়ে সেলিম মিয়া নামে আর একজন আহত হয়। পরে দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

রাসেল/