চীনের কোম্পানি সিওএফসিও ইন্টারন্যাশনালের মালিকানাধীন আর্জেন্টিনার একটি বন্দরে বিস্ফোরণে বন্দরটির এক কর্মী নিহত হয়েছেন।
বুধবারের এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন এবং বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে কোম্পানিটি জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ বন্দরটি দিয়ে আর্জেন্টিনায় উৎপাদিত খাদ্যশস্যের একটি বড় অংশ বহির্বিশ্বে রপ্তানি হয়।
বিস্ফোরণের কারণ জানা না গেলেও এ ঘটনার পর উন্নত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বৃহস্পতিবার থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দরটির শ্রমিক ইউনিয়নগুলো। এর ফলে আর্জেন্টিনার খাদ্যশস্য রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
বিস্ফোরণে এক কর্মী নিহত ও আরো আটজন আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের কারণ তখনো পর্যন্ত জানা যায়নি বলে বিবৃতিতে বলা হয়েছে। পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য কর্তৃপক্ষও বিস্তারিত আর কিছু জানায়নি।
আজকের বাজার: আরআর/ ২৮ ডিসেম্বর ২০১৭