আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ রাজধানী বুয়েন্স আয়ার্স ও এর আশেপাশে লকডাউন পদক্ষেপ আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার তিনি এ ঘোষণা দেন।
ফার্নান্দেজ বলেন, সংক্রমণ কমাতে আমরা বুয়েন্স আয়ার্স মেট্রোপলিটন এলাকা বন্ধ করার দিকে ফিরে যাচ্ছি। আগামী ১ জুলাই থেকে বাড়িতে আইসোলেশানে থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে।
আগামী ১৭ জুলাই পর্যন্ত এ পদক্ষেপ বলবৎ থাকবে। তবে জরুরি সেবা ও কিছু শিল্পাঞ্চল এর আওতামুক্ত থাকবে।
করোনা ভাইরাসের সংক্রমণ জ্যামিতিক হারে বেড়ে যাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আর্জেন্টিনায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ১শ জন। আক্রান্ত হয়েছে ৫২ হাজারেরও বেশি লোক।