আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ

এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম আর্জেন্টিনার ব্যবসায়ি নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

শেখ ফাহিম আর্জেন্টিনা চেম্বার অব কমার্স এন্ড সার্ভিসেসের নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে এফবিসিসিআই এবং আর্জেন্টিনার ব্যবসা সংগঠনের মধ্যে খুব শিগগিরই ‘সমঝোতা স্মারক’ স্বঠক্ষরিত হবে।

এছাড়াও এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি বাংলাদেশ এবং আর্জেন্টিনার ব্যবসায়ি নেতৃবৃন্দের বাণিজ্য সফর বিনিময়ের বিষয়েও আর্জেন্টিনার ব্যবসায়িদের সাথে আলোচনা করেন। আলোচনায় আর্জেন্টিনা চেম্বার অব কমার্স এন্ড সার্ভিসেস-এর বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান মি. আন্দ্রেস ত্রাভারসো, প্রধান অর্থনীতিবিদ মি. মাটিয়াস বলিস উইলসন এবং মিস. মারিয়া ফ্লোরেন্সিয়া ক্যাসটিলো উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার ১১তম মিনিসটেরিয়াল কনফারেন্সে যোগ দিতে আর্জেন্টিনা সফর করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সফরসঙ্গী হিসেবে সম্প্রতি এ সফর অনুষ্ঠিত হয়। এছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বিজিএমইএ এবং বিকেএমইএ-এর ব্যবসায়ি নেতারা কনফারেন্সে অংশ নেন।

আজকের বাজার : এসএস/ আরআর/ ২৩ ডিসেম্বর ২০১৭