নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক মাসেরও কম সময়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার পরে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ৯০ বছরের কার্লোস মেনেম শুক্রবার বাসায় ফিরেছেন। পরিবারের সদস্যরা এ কথা জানায়।
শ্বাস কষ্টের সমস্যা দেখা দিলে বৃহস্পতিবার মেনেমকে বুয়েন্স আয়ার্সের লস এ্যারকস বেসরকারি ক্লিনিকে ইনটেনসিভ কেয়ারে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আর্জেন্টাইন মিডিয়া রিপোর্টে বলা হয়, তার শ্বাস কষ্টের উপশম হলে তাকে বাসায় নিয়ে আসা হয়, তবে ডায়াবেটিস পরিস্থিতির কারণে তাকে নিবির পর্যবেক্ষণে থাকতে হবে। পরিস্থিতির কারণে তাকে নিবির পর্যবেক্ষণে থাকতে হবে।
তারা বলেন, সাবেক এই রাষ্ট্রপ্রধান হাসপাতাল থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকির কারণে পুনরায় হাসপাতালে যেতে চাননি। বৃহস্পতিবারই তিনি ৯০ বছরে পদার্পন করেন। টেস্টে তার করোনা নেগেটিভ এসেছে। ১৯৮৯ থেকে ৯৯ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বপালন করেন।