আর্জেন্টিনায় কোভিড ১৯ রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ কথা জানিয়েছে।
এদিকে, করোনা ভাইরাসের মূল কেন্দ্র বুয়েন্স আয়ার্সে শাটডাউনের সময় বাড়ানো হচ্ছে। তবে, নতুন নিষেধাজ্ঞা কি ধরণের হবে তা নিয়ে বিতকর্ চলছে।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৮শ ৪৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৩ হাজার লোক।
আর্জেন্টিনা ২০১৮ সাল থেকেই অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে দেশটিতে এ সংকট আরো তীব্র রূপ নিচ্ছে।