আর্জেন্টিনায় গর্ভপাতের বৈধতা দিতে বিল উত্থাপন

Women celebrate the approval of a bill legalizing abortion by the lower house of congress, in Buenos Aires, Thursday, June 14, 2018. The lower house of Argentina's congress has approved a bill that would legalize elective abortion in the first 14 weeks of pregnancy, sending the measure to the Senate. President Mauricio Macri has said he'll sign the bill if it's approved. (AP Photo/Jorge Saenz)

আর্জেন্টিনার সিনেটে বুধবার (১ আগস্ট) গর্ভপাতের বৈধতা দিতে বিল উত্থাপন করা হয়েছে। খবর এএফপি’র।

৮ আগস্ট এ ব্যাপারে ভোটাভুটি হবে। পাস করলে বিলটি আইনে পরিণত হবে।

এর আগে ১৪ জুন কংগ্রেসের নিন্মকক্ষ বিলটিকে অনুমোদন দেয়। এরপর বিলটিকে সিনেটে উত্থাপন করা হয়।

বিলটিতে গর্ভধারণের প্রথম ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমোদন দেয়া হয়েছে।

দেশটিতে গর্ভপাত বৈধতা পেতে হলে ৭২ জন সিনেটরের অধিকাংশের সমর্থন লাগবে।

ল্যাটিন আমেরিকার উরুগুয়ে, কিউবা ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গর্ভপাতের বৈধতা রয়েছে।

আজকের বাজার/একেএ