ইসরাইলের সঙ্গে আগামী ৯ জুনের বহুল বিতর্কিত প্রীতি ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনা-ইসরাইলের এ প্রীতি ম্যাচটি টেডি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ।
ঐতিহাসিকভাবে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকা ফিলিস্তিনিদের দখলে থাকলেও জোরজুলুম করে তাদের বিতাড়িত করে বর্তমানে সেই অঞ্চল দখল করে রেখেছে ইসরাইল।
স্বাভাবিকভাবে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল ফিলিস্তিন। এমন বিতর্কিত মাঠে ইসরাইলের সঙ্গে আর্জেন্টিনাকে না খেলার জন্য অসংখ্যবার অনুরোধ করেছে স্বাধীনতাকামী দেশটি।
তবে গতকাল পর্যন্ত সেখানে খেলার ব্যাপারে অটল ছিল এএফএ।
অবশেষে বোধোদয় হয়েছে সংস্থাটির। সহিংসতা বৃদ্ধির আশংকা, বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও জোরালো আপত্তির মুখে ম্যাচটি বাতিল ঘোষণা করেছে তারা। মুখপাত্র হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্নসারথী গঞ্জালো হিগুয়েইন।
এর পরপরই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছে পিএফএ।
আজকের বাজার/একেএ