আগামী মাসে জার্মানী ও ইকুয়েডরের বিপক্ষে অনুষ্ঠিতব্য দু’টি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড সার্জিও এগুয়েরো ও এ্যাঙ্গেল ডি মারিয়া।
ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর থেকে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার এগুয়েরো ও প্যারিস সেইন্ট-জার্মেই উইঙ্গার ডি মারিয়া জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেননি।
আগামী ৯ অক্টোবর ডর্টমুন্ডে জার্মানী ও চারতিন পর স্পেনের এলচেতে ইকুয়েডরের মোকাবেলা করবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের জন্য জাতীয় দলে আরো পাওয়া যাচ্ছেনা বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের খেলোয়াড়দের। আগামী মাসে কোপা লিবারেটেডোরসের সেমিফাইনালে বোকা ও রিভার একে অপরের মোকাবেলা করবে।
কোচ লিয়নেল স্কালোনির বিবেচনায় এই দলে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন আর্সেনাল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এর প্রতি বিরুপ মন্তব্য করায় আন্তর্জাতিক ম্যাচে তিন মাসের জন্য নিষিদ্ধ লিওনেল মেসিও দলে ডাক পাননি।
স্কোয়াড :
গোলরক্ষক : অগাস্টিন মারচেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার : হুয়ান ফয়েত, রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা, মার্কোস রোহো, ওয়াল্টার কানেমান, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বেলার্দি।
মিডফিল্ডার : গুডিও রড্রিগুয়েজ, মাটিয়াস জারাচো, লিওনার্দো পারেডেস, নিকোলাস ডোমিনগুয়েজ, রডরিগো ডি পল, মার্কোস আকুনা, রবার্তো পেরেইরা, এ্যাঙ্গেল কোরিয়া, লুকাস ওকামপোস, এরিক লামেলা।
ফরোয়ার্ড : মাটিয়াস ভারগাস, নিকোলাস গঞ্জালেস, লুকাস আলারিও, লটারো মার্টিনেজ, পাওলো ডিবালা।
আজকের বাজার/লুৎফর রহমান